Posts

Showing posts from July, 2023
Image
  পবিত্র রমজান ও দূর্ণীতিবাজ বাংলাদেশি ব্যবসায়ী   পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য এক তাৎপর্যপূর্ণ ইবাদত বন্দেগির একটি মাস। এই মাসে সমগ্র মুসলমান ইবাদতের মাধ্যমে নিজেদের পাপের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে থাকে। সারা বিশ্বের মুসলমান এই মাসে নিজেদের সংযত রাখার চেষ্টা করে। তারা পানাহার থেকে নিজেকে বিরত রাখে। আত্মসংযমে মগ্ন থাকে।  প্রকৃত মুসলমােনরা দান ও সদগা করে থাকে। সারা বিশ্বের মুসলমান গরীব দু:খীদের খাদ্য বস্ত্র দান করে পূণ্য কামানোয় নিজেকে নিয়োজিত রাখে। এই মাসে মুসলমানরা জাকাত প্রদান করে। সারা বিশ্বের মুসলমান ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম কমিয়ে দিয়ে অল্প আয় করেন যাতে রোজদার ব্যক্তিরা নিশ্চিন্তে তাদের সিয়াম পালন করতে পারে। সমগ্র বিশ্বের ইমানদার মুসলিম ব্যবসাীরা পণ্যদ্রব্যের দাম হ্রাস করে থাকে যাতে করে রোজাদার ব্যক্তিগণ কম দামে পণ্য ক্রয় করে ইফতার ও সেহেরী করতে পারে। বিভিন্ন দেশের মুসলিম ব্যবসায়ীরা এই মাসটিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে। তাদের চিন্তাই থাকে যেন রোজাদার ব্যক্তিগণ কোন ভাবে যেন না ঠকে। বিভিন্ন দেশের মুসলিম ব্যবসায়ীগণ পূণ্য লাভের আসায়  তা...