It is my new blog. Viewers hope your blessings inspire me to writing a lot of topics. Thank you all.
বিড়াল পালনে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
বিড়াল, ধর্ম ও বিজ্ঞান বিড়াল একটি খুবই নিরীহ গৃহপালিত প্রাণী। বিড়াল বন্ধু সুলভ এক প্রাণী। গৃহপালিত এ প্রাণী খুব সহজেই মানুষের সাথে মিশে যতে পারে। সামান্য আদর- যত্ন আর খাবার দিলেই বিড়াল আপনার পোষ মেনে যাবে। অনেকেই বিড়াল পছন্দ করেন। এ-কারণে শখের বশে পুষে থাকেন। আবার অনেকে বিড়াল পছন্দ করেন না। তারা যদি জানতেন যে, যারা বিড়াল পুষেন তারা অন্যদের তুলনায় বেশি সুস্হ থাকেন।বিড়াল পালন করা একজন ব্যক্তির জন্য খুবই উপকারী। বিড়াল খুবই আরাম প্রিয়। তাই বিড়ালকে পালন করলে খুব সাবধানে যত্নসহকারে পালন করবেন। ওরা খুবই সেনসেটিভ প্রাণী। ওরা অল্পতেই কষ্ট পায় তাই খেয়াল রাখবেন তারা যেন মনে কষ্ট না পায়। আর বিড়ালের খাবারের ব্যাপারেও খেয়াল রাখতে হবে তারা যেন যথাযথ খাদ্য খেতে পারে। ধর্মীয় দিক থেকে উপকারিতা :ইসলামের দৃস্টিতে বিড়াল পালনে কোন অসুবিধা নেই। তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। হাদিসে বর্ণিত আছে এক দিন রাসুল সা: ওযু করার জন্য এক পাত্রে পানি রেখেছিলেন এবং একটি বিড়াল এসে পাত্র থেকে ...
Comments
Post a Comment