রক্ষা করো স্বাধীনতা
কালবৈশাখীর করাল গ্রাস যখন করছিল এই জাতিকে নিঃশেষ,
জীবন বাজি রেখে রক্তে রক্তাক্ত হয়ে দামাল ছেলেরা রক্ষা করেছে এ দেশ।
নয় মাসে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা,
জিজ্ঞাসা তোমাদের প্রতি একে রক্ষা করতে করেছো কি কোন কার্পন্যতা।
বুটের লাথি আর বুলেটের আঘাতে রঞ্জিত কত জনপদ,
ললাটে তবুও ছিল যে মোদের স্বাধীনতার স্তবক।
লাশের স্তুুপের উপর অর্জিত স্বাধীনতা আজ বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রে মত্ত শকুনের দল,
হঠাও তাদের গর্জে উঠে বজ্রমুষ্ঠিত আঘাত হেনে দেখাও তোমাদের বল।
হিমালয়ের মতো সুউচ্চ মনোবল তোমাদের তবু কেন ভাবছো পারবে না,
রুদ্রমূর্তিতে জেগে উঠে রুদ্র কর তাদের গতি পথ তবেই রক্ষা হবে স্বাধীনতা।
রচনাকাল-০৯/০৩/২০০৪ থেকে ১৫/০৩/২০০৪ ইং
প্রকাশকাল-০১‘/১২/২০২৩ ইং
Comments
Post a Comment