ভরা জোৎস্নায়
ভরা জোৎস্নায় একদিন
তোমাকে পেয়েছিলাম
ইচ্ছে ছিল তোমাকে নিয়ে ঘুরে বেড়াব
আর পৃথিবীর যত সৌন্দর্য আছে উপভোগ করবো।
অরণ্যে, মহাসমুদ্রের তীরে।
ইচ্ছে ছিল তোমার পানে চেয়ে মনের যত কলহ
আছে দূরীভুত করবো।
হারিয়ে যাবো প্রেমের গভীর স্রোতে।
ইচ্ছে ছিল
কিন্তু আর এক ভরা জোৎস্নায় হারিয়ে ফেললাম।
আর ইচ্ছেটা মনেই রয়ে গেল
আশ্চর্য এই ভরা জোৎস্না আমার
বড়ই আশ্চর্য।
রচনাকাল- ০৪/০৪/১৯৯৬ ইং
প্রকাশকাল- ০১/১২/২০২৩ ইং
Comments
Post a Comment