প্রতীক্ষিত ভালোবাসা
যখন তোমাকে প্রথম দেখেছি হৃদয়ের অন্তঃস্থল থেকে
সেদিন থেকেই হয়েছি পাগল তোমাকে ভালোবেসে।
বোঝনি তুমি কি আছে তোমাতে
শুধু ভাবি একা বসে।
বন্ধু তোমাকে বেসেছি ভাল,
এতো দূরে দূরে কেন তুমি থাকো?
খুঁজি তোমায় আমি পাহাড়ে পর্বতে.
ঝরণার সেই অনন্ত গহ্বরে।
পাবো কি পাবো না শুধু ভাবি বসে,
এই হৃদয়র গভীর থেকে।
চঞ্চলা তুমি চপলা তুমি,
পাহাড়ী দেশের ঝর্না তুমি।
আছো মিশে তুমি আমারি মধ্যে,
থাকবে জীবন ভরে।
রচনাকাল-১০/০২/১৯৯৪ ইং
প্রকাশকাল-০১/১২/২০২৩ ইং
Comments
Post a Comment