তোমার ছবি





তোমার ছবি আছে

দেখি নিশিদিন

আমার পড়ার টেবিলের উপর।

প্রশ্নবাণে জর্জরিত আমার এ ভগ্ন হৃদয়

কার? কার? কার?

পরিচয় দেবার মতো কিছুই নাই আমার

আছে শুধু দু'ফোটা নিঃশ্বাস ফেলার।

অদ্ভদ এই সম্পর্কটা

তবু কাচেঁর ফ্রেমে টাঙ্গানো তোমার ছবিটা

উপহাস ভরা চোখে তাকিয়ে থাকে আমার পানে 

হাসে আপন মনে, তাচ্ছিল্লের হাসি

হ্যাঁ হাসে শুধুই হাসে ।

উচ্চারণ করে না কিছুই কারণ তার ভাষা নেই

নেই তার প্রাণ আছে শুধু ্অস্তিত্ব তার।

অনেক খুঁজে একদিন পেয়েছি তাকে

বাজিয়েছিল প্রণয়ের সুর।

তানপুরার সেই সুরটাকেও যেন মলিণ মনে হয়েছিল

সেদিন ভেবেছিলাম এই  ধরাটি বুঝি অসার

পাইনি খুঁজে জীবের অস্তিত্ত্ব

চারিদিকে দেখেছি শুধু আধার।

এই আঁধারের মাঝেই একটু আলোর বিদ্যুতচ্ছটা দেখেছি 

পরে জেনেছি সেটা অন্য কিছু নয়, তুমি।

আরো দেখেছি আঁধারের বুক বিদীর্ণ করে 

বিষের বাঁশি হাতে কে যেন ‍ডাকছে,

পরে জেনেছি সেটা অন্য কেউ নয়,কেবল তুমি ।

বিভীষিকাময় রাতের আঁধারে

ধ্বংসের প্রতিচছবি হয়ে এসেছিলে এই ধরায়,

জীর্ণ এই জীবনটাকে একেবারে নিঃশেষ করতে

তোমারই বিষের ছোয়ায় ।



রচণাকাল- ২২/০৭/২০০১ইং

প্রকাশকাল- ০৮/০৩/২০২৪ইং




Comments

Popular posts from this blog

Pain of Animals