প্রতীক্ষা
ফাল্গুনের আগুনে পুড়েছি কতকাল তোমাকে পাবো বলে
রক্তে রক্তাক্ত করেছি নিজেকে তোমাকে ভালবেসে।
হায়রে কপাল, ভেবেছিলাম সুখী হবে, কোথায় গেল সুখ?
নাম না জানা শহরে বিদিশার অন্ধকারে ঢেকে গেল মুখ।
মন উজার করে ভালবেসেছিলে যাকে সে তো দিল তোমায় ফাঁকি
নত না করে শির সামনে দেখ জীবন রয়েছে আরো বাকি।
সুখের তরী তোমারই দুয়ারে তোমাকেই আহ্বান করে
রঙ্গীন সুখের তরীতে চরে চলে এসো মোর ঘরে।
রুপালি হাসি দিয়ে মোর হৃদয়ের কাছে কাঙ্গাল করেছ মোরে
মান অভিমান ভুলে গিয়ে সব, খুঁজে ফিরি তোমায় দোরে দোরে।
রচনাকাল- ০৪/০৭/২০০২ইং
প্রকাশকাল- ০৫/০৪/২০২৪ইং
Comments
Post a Comment